
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক বহাল থাকলে রপ্তানি ও বিনিয়োগ ঝুঁকিতে পড়বে বলে জানালেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক মোহাম্মদ সোহাগ, আহমেদুর রহমান তনু সহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশের জন্য আগে ১৬% শুল্ক ছিল। নতুন করে ৩৫% শুল্ক যুক্ত হলে নারায়ণগঞ্জের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পসহ, অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান বড় ক্ষতির সম্মুখীন হবে। গত বছর নারায়ণগঞ্জ থেকে পোশাকশিল্প রপ্তানি হয়েছে ৭৩৪ কোটি মার্কিন ডলার। নতুন শুল্ক আরোপ হলে সর্বমোট ৫১% শুল্ক বাংলাদেশের গার্মেন্টসশিল্প সহ বৃহত্তর আমদানি, রপ্তানি এবং ব্যবসা-বাণিজ্যের বড় ক্ষতি হবে।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে ভিয়েতনাম শুল্ক কমিয়েছে। বাংলাদেশ সরকারকেও আলোচনার মাধ্যমে শুল্ক কমাতে হবে।