শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ১১ জুলাই ২০২৫

আপডেট: ০৩:৩৩, ১২ জুলাই ২০২৫

রূপগঞ্জে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলা তাঁতিদলের সদস্য সচিব মৃদুল হাসানকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলা ও হত্যার চেষ্টার ঘটনায় উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি জজ মিয়া জড়িত বলে অভিযোগ আহত মৃদুল হাসানের। তবে তা অস্বীকার করছেন জজ মিয়া।

আহত মৃদুল হাসান মুঠোফোনে সাংবাদিকদের জানান, গত কয়েক মাস ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি জজ মিয়ার সঙ্গে তার বিরোধ চলছে। বিভিন্ন সময় এলাকায় জজ মিয়াসহ তার লোকজন অপকর্ম করতে গেলে তাদের বাধা দিতেন মৃদুল হাসান। এর জের ধরে বৃহস্পতিবার রাতে মৃদুল হাসান তার সহকর্মী দ্বীন ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাগবেড় বাজারে পূ্র্বপরিকল্পিতভাবে জজ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে।

মৃদুল হাসান আরও বলেন, হামলাকারিরা প্রথমে দ্বীন ইসলামকে মারধর করলে সে ভয়ে পালিয়ে যায়। পরে মৃদুলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, পিঠে ও হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারিরা সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত মৃদুল হাসানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনাটি পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত জজ মিয়া।

তিনি বলেন, ‘মৃদুলের সাথে রিফাতের অভ্যন্তরীণ বিরোধ ছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না। আমাকে এ ঘটনায় জড়িয়ে ফাঁসানোর চেষ্টা চলছে।’

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম শুক্রবার (১১ জুলাই) বিকেলে সময় সংবাদকে বলেন, একটা মারামারির ঘটনায় উপজেলা তাঁতিদলের সদস্য সচিব মৃদুল হাসানকে কুপিয়ে জখমের খবর পেয়ে আমি থানা পুলিশ নিয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। আমরা ঘটনার বিষয়ে তদন্ত করছি। এ ঘটনায় আহত মৃদুল হাসান নিজেই বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ৭ জনকে আসামি করে মামলা করেছেন। আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।