
প্রতীকী ছবি
বন্দরে পৃথক সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার নবীগঞ্জ খাদেমপাড়া এলাকার শরীফ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লতিফ (৩৫) ও একই থানার বন্দর কলাবাগ ঝাউতলা এলাকার আব্দুল বাতেন ওরফে জালাল উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহিদ হাসান (৩৩)।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (৯ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।