
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
নারায়ণগঞ্জ জেলা শহরের হাজীগঞ্জ এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে বিজয়স্তম্ভ চত্বরে, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্থায়ীভাবে নির্মিত হবে এ প্রতীকী নিদর্শন। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘জুলাইয়ের অকুতোভয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নারায়ণগঞ্জের ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায় যুক্ত করবে।’
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিতব্য এ স্মৃতিস্তম্ভটি নারায়ণগঞ্জবাসীর জন্য একটি গর্বের নিদর্শন হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্মাণকাজ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমাদ, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সভাপতি নিরব রায়হান, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।