বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মামুন হত্যাকান্ডের ঘটনায় রাসেল ফকির গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:০৭, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৪:১১, ৯ জুলাই ২০২৫

রূপগঞ্জে মামুন হত্যাকান্ডের ঘটনায় রাসেল ফকির গ্রেপ্তার

রাসেল ফকির

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করেছে র‍্যাব-১১।

বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মোঃ সোহেল আহমেদ।

এর আগে গতকাল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাসেল ফকিরকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

রাসেল রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাসু ফকিরের ছেলে।

এর আগে গত ১০ জুন বিকালে স্থানীয়রা খোকা নামের একজনকে আটক করে। এলাকায় খোকাকে আটক করার খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় মামুন ভুইয়া (৩৫) নামে একজন ব্যাবসায়ী গুলিবিদ্ধ হন। স্থানীয় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভূইয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে। 

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।