শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হোসিয়ারি ব্যবসায়ীদের স্বপ্ন বাস্তবায়ন করুণ : গয়েশ্বর রায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৪, ১১ জুলাই ২০২৫

হোসিয়ারি ব্যবসায়ীদের স্বপ্ন বাস্তবায়ন করুণ : গয়েশ্বর রায়

ফাইল ছবি

বিপুল ভোটে বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবনির্বাচিত কমিটিকে নির্বাচিত করেছে ব্যবসায়ীরা। তাদের স্বপ্ন বাস্তবায়ন করা এখন আপনাদের উপর অর্পিত দায়িত্ব রয়েছে। জেনেছি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে হোসিয়ারি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত সময়ে হোসিয়ারি সমিতিকে ভিন্ন খাতে ব্যবহৃত হয়েছে, সেগুলো শুদ্ধ করে হোসিয়ারি সমিতিকে সম্মানজনক সংগঠন গড়ে তোলা এখন নির্বাচিতদের প্রধান দায়িত্ব। বাংলাদেশ হোসিয়ারি সমিতির নবাগত কমিটির উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন।

রাজধানী ঢাকা কার্যালয়ে ৯ জুলাই বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু’র নেতৃত্বে সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি সাঈদ আহমদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক, হাজী শাহিন, আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, হাজী মনির হোসেন, মাসুদুর রহমান, পরিচালক হাজী  হিরু শেখ, হাজী নাসির শেখ, আলহাজ সোহবান তালুকদার ও সচিব রফিকুল ইসলাম রনি সৌজন্য সাক্ষাৎ করেন।
 
এ সময় জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বিগত সরকার আমলে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামীতে হোসিয়ারি শিল্পকে আরো শক্তিশালীর করার পরামর্শ নেন।