
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩টি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বুধবার (৯ জুলাই) ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে তিতাস গ্যাস ফতুল্লা জোনের ম্যানেজার প্রকৌশলী মশিউর রহমান জানান, নূর এন্টারপ্রাইজ কারখানায় অবৈধ সংযোগ নিয়ে দেড় টন বয়লার চালানোর প্রমান পাওয়ায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে এক লাখ টাকা জরিমানা করা হয়। আর.আর ফ্যাশন এন্ড লন্ড্রী নামে আরেকটি কারখানায় অভিযান চালিয়ে ২৭শ ঘনফুট অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। অভিযানের সময় কারখানায় কাউকে পাওয়া না যাওয়ায় জরিমানা করা হয়নি। তবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবআইল এলাকায় এম.এফ.এস. হীট সেট এন্ড ফিনিশিং কারখানায় অভিযান চালিয়ে দেড় হাজার ঘনফুট অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। এসময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাববে।