শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানে পাশের হার ৬৬ দশমিক ৫২ শতাংশ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৫, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫৬, ১০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানে পাশের হার ৬৬ দশমিক ৫২ শতাংশ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন ১ হাজার ৬৫৯। 

বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান। 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলা এসএসসি পরীক্ষার পাশের হার ৬৩ দশমিক ৪২ শতাংশ, দাখিল ৭৭ দশমিক ৯৪ শতাংশ, ভোকেশনাল ৭৬ দশমিক ৪৪ শতাংশ। 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে বন্দর উপজেলা এসএসসি পরীক্ষার পাশের হার ৫৯ দশমিক ৩৬ শতাংশ, দাখিল ৮১ দশমিক ৮১ শতাংশ, ভোকেশনাল ৮৬ দশমিক ৭১ শতাংশ। 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে সোনারগাঁ উপজেলা এসএসসি পরীক্ষার পাশের হার ৬৩ দশমিক ১৪ শতাংশ, দাখিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, ভোকেশনাল ৯৫ দশমিক ০৭ শতাংশ। 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে আড়াইহাজার উপজেলা এসএসসি পরীক্ষার পাশের হার ৯৮ দশমিক ৯৬ শতাংশ, দাখিল ৭৯ দশমিক ৬৮ শতাংশ, ভোকেশনাল ৮৮ দশমিক ৯২ শতাংশ। 

নারায়ণগঞ্জ জেলার মধ্যে রুপগঞ্জ উপজেলা এসএসসি পরীক্ষার পাশের হার ৭৪ দশমিক ১১ শতাংশ, দাখিল ৭৩ দশমিক ১৮ শতাংশ, ভোকেশনাল ৯২ দশমিক ৯২ শতাংশ। 

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান জানান, এবছর পাশের হার কম। নারায়ণগঞ্জ জেলায় এবছর এসএসসি পরীক্ষায় ৩২ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৬৬ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় ৬৪ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। দাখিল পরীক্ষায় ৭৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাশের হার ৮৪ দশমিক ৮১ শতাংশ।