শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হটলাইন চালু করবে নারায়ণগঞ্জ চেম্বার : সভাপতি 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪১, ১০ জুলাই ২০২৫

হটলাইন চালু করবে নারায়ণগঞ্জ চেম্বার : সভাপতি 

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন মিলে এই চেম্বার। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমাদের ব্যবসায়ীরা চিন্তিত। আমরা সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে আহবান জানাই। 

বৃহস্পতিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের এখানে ডেঙ্গু বাড়ছে। হাসপাতালগুলোতে আমাদের রোগী বাড়ছে। এ নিয়ে হাসপাতালগুলো ও জেলা প্রশাসন, সিভিল সার্জনকে নিয়ে আমরা এ সমস্যা সমাধানে কাজ করবো। 

তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি। এখানে দুটি মালিক সমিতি আছে। অনেক ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা আমাদের কানে আসছে। আমরা এর আগে হটলাইন চালু করেছিলাম। আবারো আমরা করবো। কোথাও কোন সমস্যা হলে আমরা এসপির সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেব।