
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন।
এর আগে সকালে সজল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের শ্রমিক সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত।
এর আগে ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে জুতা কারখানার শ্রমিক সজল নিহত হন। গত ৯ মে আইভীকে গ্রেপ্তারের পর সজল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।