শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ব্যাক্তিগত বিষয় চেম্বারের সাথে না জড়ানোর অনুরোধ সভাপতি দিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৪, ১১ জুলাই ২০২৫

ব্যাক্তিগত বিষয় চেম্বারের সাথে না জড়ানোর অনুরোধ সভাপতি দিপুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা দুঃখিত চেম্বারের পরিচালকদের উপর হামলার ঘটনায়। আমাদের একজন পরিচালক অপহরণের শিকার হয়েছে। চেম্বার সব ব্যাবসায়ীদের নিয়ে চলার একটা জায়গা। ব্যাক্তি পরিচয়ে যেই হোক, আমি দিপু ভূঁইয়া হলেও ব্যাক্তিগত কারণে কোন সমস্যা হলে এখানে চেম্বারকে না টানার জন্য আমি অনুরোধ করবো। ব্যাক্তিগত কোন মানুষকে চেম্বারের সাথে আপনারা জড়াবেন না এটা আমার অনুরোধ। 

বৃহস্পতিবার (১১ জুলাই) চেম্বার কার্যালয়ে চেম্বারের এক সভা শেষে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী জায়গা দিতে পারছে না। হাসপাতাল ও সিটি করপোরেশন যথাযথ সেবাটা দিচ্ছে না। আমি আহ্বান জানাবো মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য। 

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নিয়েই যানজট নিরসনে উদ্যোগ নিয়েছিলাম। রমজান মাসে উদাহরণ হিসেবে দেখিয়েছি যে যানজট নিরসন করা সম্ভব। কিন্তু এটা এখন আরও প্রকট আকার ধারণ করছে। নারায়ণগঞ্জবাসী এতে ভোগান্তির শিকার হচ্ছে কিন্তু কেউ এটার দিকে তাকাচ্ছে না। ব্যাবসায়ীরাও এর ভুক্তভোগী। আমি আহ্বান জানাবো নারায়ণগঞ্জবাসীকে যেন এটার থেকে তারা মুক্তি দেয়।

তিনি বলেন, পাঁচ আগষ্টের পর সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। এটা রিকভার হয়ে গেছে অনেকটা। যেকোন সংগঠনের লোকই হোক, কাউকে ডিস্টার্ব করলে আমরা হটলাইন চালু করেছি। নারায়ণগঞ্জের এসপি ও পুলিশের সহায়তায় আমরা এগুলো ব্যাবস্থা নিয়েছি। আমরা নতুন করে এই হটলাইন চালু করবো। কোথাও কোন ব্যাবসায়ীদের সমস্যা হলে আমরা যেন কাজ করতে পারি সেই চেষ্টা করছি।