শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রী হত্যায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রী হত্যায় মামলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎ মিস্ত্রী নূরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। 

সোমবার সকালে ফতুল্লা মডেল থানায় নিহতের ভাই মাসুম বেপারী এ মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় নিহতের স্ত্রী আসমা বেগমকে।

মামলায় উল্লেখ করা হয়, নূরুল ইসলাম (৪৭) ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় তার শশুড়ের উপহার দেয়া জমিতে দুতলা বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের সংসারে দুই ছেলে এক মেয়ে রয়েছে। বাবার জমিতে বাড়ি করায় প্রায় সময় স্বামীর সঙ্গে ঝগড়া করতেন আসমা বেগম। এ বিরোধে পূর্ব পরিকল্পিত ভাবে রোববার সকালে অজ্ঞাত লোকজনদের নিয়ে আসমা বেগম মাথায় আঘাত করে ও শ্বাসরোধে নূরুল ইসলামকে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচার করতে মরাদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ আজিজুল হক জানান, নিহতের ভাই মাসুম বেপারীর দায়ের করা হত্যা মামলায় আদালত থেকে আসমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।