মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়াকে হত্যার অভিযোগে হাসিনাসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন, যা বলল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৮, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে হত্যার অভিযোগে হাসিনাসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন, যা বলল পুলিশ

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শারীরিক, মানসিক নির্যাতন ও স্লোপয়জনিং করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যুবদল নেতা মোঃ আল আমিন খাঁন বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

মামলার আসামিরা হলেন- শেখ হাসিনা (৭৮), আসাদুজ্জামান খান কামাল (৭৫), এডভোকেট আনিসুল হক (৭৫), হাসান মাহমুদ (৬৮), ওবায়দুল কাদের (৭০), ব্যারিস্টার তাপস (৬০)। এছাড়াও মামলায় আরও ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী জানান, মামলার আবেদন করা হয়েছে। কিন্তু ঘটনাটি যেহেতু এখানকার নয় তাই মামলাটি নেয়া হয়নি।