সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুন্সীগঞ্জে নৌ-ডাকাতের হামলা, আগুন, ভাংচুর লুটপাট, গ্রেফতার তিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৭, ২৯ মার্চ ২০২৪

মুন্সীগঞ্জে নৌ-ডাকাতের হামলা, আগুন, ভাংচুর লুটপাট, গ্রেফতার তিন

ফাইল ছবি

মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার কাজিয়ার চরে পদ্মা শাখা নদীতে বাবলা ডাকাতের নেতৃত্বে একটি ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতদল তাদের দাবীকৃত টাকা না পেয়ে হামলা চালিয়ে ড্রেজার, ভেকু, ট্রলারসহ শ্রমিকদের কয়েকটি বসত ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তাদের হামলায় এসময় ড্রেজারে থাকা ২ শ্রমিক জন আহত হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে চাদপুর এলাকা থেকে এজাহারভুক্ত ৩ ডাকাত শিপন খালাসী, জামান খালাসি ও মামুন খলাসীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

এছাড়া এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় ২২ ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ২৭ মার্চ বুধবার সন্ধ্যার আগে মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজার কাজিয়ার চরে পদ্মা শাখা নদীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ  নৌ-ডাকাত বাবলা ডাকাতের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

ডাকাতদল প্রথমে একটি ড্রেজারে হামলা চালিয়ে শ্রমিকদের জিম্মি করে। তাদের নিকট মোটা অংকের চাদা দাবী করে  দাবীকৃত টাকা দিতে অপারগতা জানালে তাদের উপর হামলা ও ভাংচুর করা হয়। এসময় ড্রেজার, ভেকু মেশিন ও অস্থায়ী বসতঘরে আগুন দিলে শ্রমিকদের আর্তচিৎকারে বাংলাবাজার, শিলই, দিঘিরপার থেকে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্বতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত শীর্ষ নৌ-ডাকাত বাবলার বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানা,  মতলব উত্তর ও দক্ষিণ থানা, চাঁদপুরসহ বিভিন্ন থানায় প্রায় অর্ধশত মামলার রয়েছে। বর্তমানে নৌডাকাত বাবলাসহ সঙ্গীয় ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।