
প্রতীকী ছবি
বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার কুড়িপাড়া এলাকার মৃত লালু মিয়ার ছেলে কালা চাঁন কালু (৪৫) একই থানার দেওয়ানবাগ এলাকার মোতালেব মিয়ার বাড়ি ভাড়াটিয়া মামুন মিয়ার ছেলে মাহিম ইসলাম স্বপন (১৯) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে রাকিব (২৪)।
আটককৃতদেরমঙ্গলবার (১লা জুলাই) দুপুরে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৩০ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়।