বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৮, ২ জুলাই ২০২৫

আড়াইহাজারে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ

বৃক্ষরোপন

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা"- এই স্লোগান এ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে গৃহীত " গ্রিন এন্ড ক্লিন" কর্মসূচীর আওতায় ১ লক্ষ বৃক্ষরোপনের অংশ হিসেবে আড়াইহাজার উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাছে এক দিনে ১০ হাজার গাছের চারা  বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে  আড়াইহাজার সরকারী পাইলট  উচ্চ বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীদের মাঝে এই চারাগুলো বিতরণ করা হয়। 

চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ। 

ইউএনও মো.সাজ্জাত হোসেন জানান, জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় চলমান বৃক্ষরোপণের অংশ হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে ও নির্দেশনায় আমরা এই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার চারাগাছ বিতরণ করা হয়।