
প্রতীকী ছবি
বন্দরে ১ কেজী গাঁজাসহ সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাকসরাইল এলাকার মৃত সিকিম আলী মিয়ার ছেলে। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১লা জুন) সকালে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪(৭)২৫। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাকসরাইলস্থ তার নিজ বসত ঘরে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকাসহ এর আশেপাশে এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধৃত মাদক কারবারি বসত ঘর তল্লাশি চালিয়ে ১ কেঁজী গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।