ফাইল ছবি
বন্দরে ৩০ পুড়িয়া হেরোইনসহ কাউছার (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী কাউছার বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত খাজা মিয়ার ছেলে। এ ব্যাপারে এসআই ইদ্রিস আলী বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১১(১২)২৫। ধৃতকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার আলীনগরস্থ আমির হোসেন মিয়ার ভাড়াটিয়া ঘরে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী কাউছার দীর্ঘ দিন ধরে ঘারমোড়া ও আলীনগর এলাকায় অবাধে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

