ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের সিটি পার্কের লেক থেকে রিপন সর্দার (৫০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাসেল পার্কের হাড় ভাঙ্গা বিল্লালের দোকানের সামনে লাশটি ভেসে ওঠে।
রিপন সর্দার (৫০) বরিশাল জেলার উজিরপুর থানার মৃত জলিল সর্দারের ছেলে।
এর আগে বিকেলে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে ডুবে যান। বিস্তারিত ময়নাতদন্তের পরে জানানো হবে।

