বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫১, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:৫৩, ১০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে তিন এনসিপি কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা।

আহতরা হলেন, জেলা ছাত্রশক্তির পদপ্রার্থী রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। তাদের প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ও পরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টারিং চলছিলো। সাইনবোর্ডের মিতালী মার্কেট এলাকায় পোস্টারিং করার সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বাঁধা দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রশক্তির কর্মী তামিমকে মারধর করে এবং তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।’

বুধবার অজ্ঞাত সেই ব্যক্তিদের চিহ্নিত করতে দুপুর ২ টায় মিতালী মার্কেটে আসে তামিম, রিয়াদ ও বায়েজিদ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে গেলে ২৫/৩০ জনের একটি দল সংঘবদ্ধ ভাবে হামলা চালায়। ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করা হয় তাদের। পরে এনসিপির নেতাকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো একটিভ হাসপাতাল ও পরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।’

এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, ‘তারা রাতে আমার পোস্টার লাগানোর সময় মারধরের শিকার হয়। কারা মারধর করেছে সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এরা মিতালী মার্কেটের কর্মচারী ও স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চলে বলে শুনেছি। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবো আমরা। এখানে নির্বাচনী পরিবেশ যে কোন অবস্থায় আছে তা এই ঘটনায় প্রতীয়মান হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’

ঘটনার বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল বারিক। তিনি বলেন, ভুক্তভোগী সহ এনসিপির নেতাকর্মীরা থানায় এসেছেন। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে নিচ্ছি। তথ্য প্রমান পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।