বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া ভাবে বাল্কহেড চালানোর অপরাধে গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫০, ১০ ডিসেম্বর ২০২৫

শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া ভাবে বাল্কহেড চালানোর অপরাধে গ্রেপ্তার ২

ফাইল ছবি

শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া ভাবে বাল্কহেড চালানোর অপরাধে সুকানীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি। ধৃতরা হলো সুদূর পটুয়াখালী জেলার সদর থানার পূর্ব জৈনকাঠি এলাকার সৈয়দ আব্দুল মান্নান মিয়ার ছেলে সুকানী সৈয়দ আবব্বাছ উদ্দিন (৩২) ও একই জেলার একই থানার শৈলা এলাকার হালেম হাওলাদারের ছেলে মোঃ আবু কালাম (৩৫)। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ ফাঁড়ী এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০(১২)২৫। ধৃতদের বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বন্দর থানার চর ধলেশ্বরী গ্রামের অনুমান ৫০ গজ উত্তরে শীতলক্ষ্যা নদী থেকে এম.বি. মিহরিমা এন্ড নাজমা নামক বাল্কহেড আটকসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে কলাগাছিয়া নৌ পুলিশ শীতলক্ষ্যা নদীতে টহল ডিউটি পরিচালনাকালে এম.বি. মিহরিমা এন্ড নাজমা নামক একটি বাল্কহেড দ্রুত এবং ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে মেঘনা ব্রীজের দিক থেকে নারায়ণগঞ্জের দিকে আসছিল। পরে কলাগাছিয়া নৌ পুলিশ স্পীড বোট নিয়ে ধাওয়া করে উল্লেখিত বাল্কহেডটিকে আটকসহ সুকানী সৈয়দ আব্বাছ উদ্দিন ও গ্রীজার মোঃ আবু কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার কৃত আসামীদ্বয়ের হেফাজত হতে একটি স্টালের তৈরি ইঞ্জিন চালিত বালু বোঝাই বাল্কহেড, যার নাম এম.বি. মিহরিমা এন্ড নাজমা, রেজিঃ ১ নং এম-২০০০০-১১, দৈর্ঘ্য ২৯.৫৭ মিটার, প্রস্থঃ ৭.৩২ মিটার এবং গভীরতা ২.৪৪ মিটার, ইঞ্জিনসহ মূল্য অনুমানিক ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা। উক্ত বাল্কহেডে অনুমান ১৫,৯০০ ঘনফুট বালু রক্ষিত আছে, যার মূল্য অনুমান ৩১,৮০০ ° (একত্রিশ হাজার আটশত) টাকা। বালুসহ বাল্কহেডের অনুমানিক মোট মূল্য (৫০,০০,০০০+৩১,৮০০) = ৫০,৩১,৮০০/ টাকার মালামার উপস্থিত সাক্ষী সামনে জব্দ করা হয়।