
বিএনপির দোয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) রাতে ফতুল্লার এনায়েতনগর বাজারস্থ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল।
মিলাদ ও দোয়া পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, ফতুল্লা বিএনপির যুগ্ম-আহবায়ক একরামুল কবির মামুন, এম.এ. আকবর, আব্বাস আলী বাবুল, ওমর আলী, এড. এস এম মাহমুদুল হক আলমগীর, এড. আল আমীন সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি এড. খন্দকার আক্তার হোসেন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খান, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ শিকদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন লাভলু, রাশেদুল ইসলাম, মামুন, লিমনসহ থানা অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতা মো. আরিফ, রাজু হায়দার, জাহিরুল ইসলাম রুবেল প্রমুখ।