
ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমরা এ সরকারের অধীনে কোন নির্বাচন করবো না। আমি এখনও সোনারগাঁয়ের এমপি হইনি। আমি চেয়ারম্যান ছিলাম তবে কাজ করতে পারিনি। সরকার আমাকে সাসপেন্ড করেছে। তবে আমি সোনারগাঁয়ের মানুষের পাশে আছি৷ আমার নেতাকর্মীদের পাশে আছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৩ আসনের (সোনারগাঁ) নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ে বিএনপি ঐক্যবদ্ধ আছে। আমার সোনারগাঁয়ে ৯৫ শতাংশ ভোট বিএনপির। সংসদ সদস্য না হয়েও আমি সাধারণ মানুষের পাশে ও আমার নেতাকর্মীদের পাশে আমি থেকেছি। বিএনপি ক্ষমতায় ছিল। আমি বিএনপি থেকে কিছু নেইনি। সবসময় দলকে আমি দিয়ে গেছি।
তিনি বলেন, মনোনয়ন যে কেউ চাইতে পারে। আমি যদি দলের জন্য কাজ করে থাকি তাহলে দল আমাকে মনোনয়ন দিবে, নয়ত দিবে না। এই সোনারগাঁয়ে অনেক এলাকা এখনও অবহেলিত। কোন রাস্তা নেই। কিছু কাজ আমরা করেছিলাম তবে বিগত ১৫ বছর এখানে কোন কাজ হয়নি। কিছু কাজ তারা করেছে। কয়েকটি কালভার্ট করেছে তবে সেখানে বাঁশের সাঁকো দিয়ে উঠতে হয়।