ফাইল ছবি
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় পুলিশ-আওয়ামীলীগের সাথে ছাত্র জনতার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় চাষাঢ়ায় ছাত্র জনতা জড়ো হলে দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা করে ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়।
তাদের প্রতিহত করে ছাত্র-জনতা। এরই মাঝে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে ছাত্র-জনতার শক্ত বাধায় পিছু হটে আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হটিয়ে চাষাঢ়ায় অবস্থান নেয় ছাত্র-জনতা।
এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ও ছররা গুলিতে আহত হন অন্তত ১০ জন।