মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গিয়াসউদ্দিন শাহ আলমকে বহিষ্কার করলো বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫

গিয়াসউদ্দিন শাহ আলমকে বহিষ্কার করলো বিএনপি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলমকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী। 

এর আগে দলের সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শাহ্ আলম। অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।