
বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের ডিআইটি এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এসময় মিছিল থেকে ফিলিস্তিনের ওপর চালানো হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।