
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক প্রচারপত্র বিলি করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশের গণতন্ত্র, সুশাসন ও মানবধিকার প্রতিষ্ঠিত হবে।
সোমবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় প্রচারপত্র বিলি ও গণসংযোগকালে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এ কথা বলেন।
আল মুজাহিদ মল্লিক জাতীয় ক্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তার নির্বাচনী এলাকায় গনসংযোগ করছেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথ সভায় বলেন, বিএনপির ক্ষমতায় গেলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। জনগণ সুখে শান্তিতে বসবাস করতে পারে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের গণতন্ত্র,সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। গণসংযোগের সময় সঙ্গে ছিলেন-সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিক ভূঁইয়া, অ্যাডভোকেট মাহমুদুল হাসান রঞ্জু, সাদিপুর ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক আবু হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া প্রমুখ।