সোমবার, ০৭ জুলাই ২০২৫

|

আষাঢ় ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে প্রেমিকা ও স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২১, ৬ জুলাই ২০২৫

রূপগঞ্জে প্রেমিকা ও স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমিকা ও স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক নিহতের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি মুকুলকে (৩৫) মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।

এর আগে বিকেলে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্লাহর। এরই ধারাবাহিকতায় গত ১ জুলাই সন্ধ্যা ৭টার সময় মুকুল বাসায় এসে তার স্ত্রীর সাথে সানাউল্লাহকে দেখতে পায়। এতে সে ক্ষিপ্র হয়ে ভিকটিম সানাউল্লাহকে হাতুড়ি ও চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।