সোমবার, ০৭ জুলাই ২০২৫

|

আষাঢ় ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না : শারমিন মুরশীদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৩, ৬ জুলাই ২০২৫

আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না : শারমিন মুরশীদ

সমাজকল্যাণ, শিশু ও নারী বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশীদ

সমাজকল্যাণ, শিশু ও নারী বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশীদ বলেছেন, আমি এই এগারো জন শহীদ মেয়ের উপর গবেষণা করে একটা পাবলিকেশন্স করছি। আমরা আমাদের মেয়েদের হারিয়ে যেতে দেবো না।

রোববার (৬ জুলাই) সিদ্ধিরগঞ্জ পাইনাদি শহীদ সুমাইয়ার বাসায় পরিবারের সদস্যদের সাথে দেখা করার সময় একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, এতটুকু নিশ্চয়তা যেন আমরা দিতে পারি যে বাচ্চাগুলো যেন অন্তত লেখাপড়া করতে পারে। তাদের ভবিষ্যতের কথা আমরা ভাবছি। এটা আমার চাহিদা।

তিনি বলেন, মেয়েদের অনেক বীরত্বগাঁথা রয়েছে। সেগুলো সামনে আসে না। আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। পরিবারগুলোতে এই ভাতাকে কেন্দ্র করে নানান জটিলতা হয়। আমরা এগুলোতে নজর দিচ্ছি। রাষ্ট্রের পরিষ্কার ভাবনা আছে। শহীদের শিশুদের আমরা প্রাধান্য দিতে চাই। পরিবার পরিজনের মধ্যে যারা হকদার তাদেরকেও আমরা ভুলতে চাই না। আমাদের প্রশাসন খুব সুন্দর ভাবে কাজটি করছে।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।