
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সদর থানার হত্যা মামলার অন্যতম আসামি মোঃ শাহ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
মোঃ শাহ আলম (৩৮) শহরের জিমখানা এলাকার আলী হোসেনের ছেলে।
এর আগে গত ২৫ জুন রাতে মন্ডলপাড়া ব্রীজ সংলগ্ন "মা" হোটেলের সামনে একটি হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিম এর বড় ভাই বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত আসামিদেরকে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
জানা যায়, ভিকটিম নাসির শেখ নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন ফরাজিকান্দা জনৈক রাসেলের বাড়ির ভাড়াটিয়া। বিবাদীদের সাথে ব্যাক্তিগত বিবাদের জের ধরে গত ২৫ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মন্ডলপাড়া ব্রীজ সংলগ্ন "মা" হোটেলের সামনে বিবাদীগন নাসির শেখকে চাকু ও সুইচ গিয়ার দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন ভিকটিমকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উক্ত হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নাসির শেখকে মৃত ঘোষনা করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।