
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সেরাজুল ইসলামকে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন।
এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- ইব্রাহীম মিয়া, শামসুদ্দিন, আবু সিদ্দিক, ফজলু মিয়া, আন্তাল হক, আনোয়ার হোসেন, ওবাইদুল্যাহ সোহান ও ইয়াছিন চৌধুরী।
কমিটির নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি ভবিষ্যতে ইসলামি মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।