রোববার, ০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঞ্চন পৌর ওলামা দলের আহ্বায়ক সেরাজ, সদস্যসচিব হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৩, ৬ জুলাই ২০২৫

কাঞ্চন পৌর ওলামা দলের আহ্বায়ক সেরাজ, সদস্যসচিব হাবিব

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার সেরাজুল ইসলামকে আহ্বায়ক ও হাবিবুর রহমানকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- ইব্রাহীম মিয়া, শামসুদ্দিন, আবু সিদ্দিক, ফজলু মিয়া, আন্তাল হক, আনোয়ার হোসেন, ওবাইদুল্যাহ সোহান ও ইয়াছিন চৌধুরী।

কমিটির নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিটি ভবিষ্যতে ইসলামি মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে।