
গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছে বিএনপি। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আল মুজাহিদ মল্লিক এ কর্মসূচি পালন করেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এ গণসংযোগ করেন তিনি।
এর আগে নয়াপুর বিএনপি অফিসের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম প্রমুখ।
এসময় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমি কখনো হাসিনা সরকারের কাছে মাথা নত করেনি। জুলাই আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমি স্বৈরাচারবিরোধী সংগ্রামে সরাসরি সম্পৃক্ত ছিলাম। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি বিএনপিকে উপহার দেবো। তবে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করবো।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- তাঁতী দল সাদিপুর ইউনিয়নের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গাফফার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা শফিক ভূঁইয়া, জয়নাল মীর, আমজাদ হোসেন প্রমুখ।