
ফাইল ছবি
সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ বিল্লাল মোল্লার চিকিৎসার দায়িত্ব নিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক। রোববার সকালে বরদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। এসময় তাকে আর্থিক সহযোগিতা করেন।
জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক অসুস্থ বিল্লাল হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তার বাসায় ছুটে যান। এসময় অসুস্থ নেতা ও তার পরিবারের খোঁজ খবর নেন। এসময় তাকে আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি তার চিকিৎসার দায়িত্ব নেন।
এসময় তার সঙ্গে ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, বারদী ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন মৃধা প্রমুখ।