
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল
নারায়ণগঞ্জের শহরে আবারও মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন তারা।
রোববার (৬ জুলাই) মধ্যরাতে শহরের মেট্রোহল মোড় থেকে কালীরবাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল। ফাঁকা সড়কে দশ থেকে পনেরো মিনিটের মত মিছিল দিয়ে ভিডিও ধারণ করেন তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা পরিচালিত ফেসবুক পেইজে ভিডিওটি প্রচার করা হয়।
মিছিলে "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। এছাড়াও মিছিলের পূর্বে শামীম ওসমানের সংক্ষিপ্ত অডিও বার্তা ছিল। সেখানে শামীম ওসমান বলেন, এবার আর খেলা নয়, ওদের সাথে যুদ্ধ হবে।