সোমবার, ০৭ জুলাই ২০২৫

|

আষাঢ় ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার সাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৬, ৭ জুলাই ২০২৫

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার সাত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

রোববার (৬ জুলাই) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছোড়া, চাইনিজ কুড়ালসহ ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার জলিল মিস্ত্রির ছেলে আকরাম, সেকান্দর আলীর ছেলে আইয়ুব আলী, মালেকের ছেলে ইসহাক, কামালের ছেলে রুবেল, সেকান্দরের ছেলে ইউনুছ আলী, শুক্কুরের ছেলে কামাল ও জাহাঙ্গীরের ছেলে রাজু।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গতকাল রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বলে পুলিশে কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকাত সদস্য আকরাম, আইয়ুব আলী, ইসহাক, রুবেল, ইউনুছ, কামাল ও রাজুকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।