বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খানপুর হাসপাতাল ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র: তরিকুল সুজন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৮, ৭ অক্টোবর ২০২৫

খানপুর হাসপাতাল ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র: তরিকুল সুজন 

ফাইল ছবি

গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল খানপুর হাসপাতালের পরিবেশ এবং  ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। 

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্ব পরিদর্শন দলে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী মোঃ বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা,  বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ সভাপতি তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা প্রমুখ। 

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তরিকুল সুজন বলেন, খানপুর হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল বাশারের সাথে যোগাযোগ করে আমরা দুপুরে হাসপাতাল পরিদর্শনে যাই। হাসপাতালে গিয়ে আমরা বাকরুদ্ধ হই। হাসপাতালের পেছনের অংশে নানান স্থানে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে। সেই ময়লা আবর্জনা থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লা আবর্জনায় জমে থাকা পানি পরিনত হয়েছে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র। হাসপাতালের ভেতরের ড্রেনগুলোর স্লাব ভেঙ্গে পানি প্রবাহ বন্ধ হয়ে সেটাতে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশা। এমনকি পেছনের অংশের রাস্তাটি ভাঙা, সেখানেও জমে আছে পানি।

তরিকুল সুজন আরো বলেন, এরপর আমরা ডেঙ্গু আক্রান্তদের ওয়ার্ড পরিদর্শন করি। সেখানে ভর্তি রোগীরা নানান অসুবিধার কথা আমাদের জানান। আমরা দেখতে পাই, ডেঙ্গু আক্রান্তদের কেউই মশারী ব্যবহার করছেন না। কারণ ওয়ার্ডে প্রচন্ড গরম। গরম থেকে রক্ষা পেতে অনেকেই নিজস্ব ফ্যান ব্যবহার করছেন। ওয়ার্ডের বৈদ্যুতিক লাইন ঠিকমত কাজ করছে না। কোন কোন বেডের উপরে ফ্যান নষ্ট হয়ে আছে। ডেঙ্গু আক্রান্তরা টিকেট কেটে সিবিসি টেষ্ট করানোর জন্য বহুসময় ধরে অপেক্ষা করতে হয় এবং নানাবিধ ভোগান্তির শিকার হতে হয়। সবমিলিয়ে আমরা চিকিৎসা সেবা নিয়ে রোগীদের মধ্যে অসন্তুষ্টি এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা  দেখতে পেয়েছি।

এসব অভিযোগ নিয়ে আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সাথে কথা বললে তিনি নিজের দায় অস্বীকার করে নানান কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দায়িত্ব অবহেলার অভিযোগ করেন। এবং তিনি আমাদের আশ্বস্ত করেন, অতি দ্রুত ব্যবস্থা নিবেন এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।