
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ব্যবসায়ীক নেতৃবৃন্দকে ডেকে মতবিনিময়ের আয়োজন করায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেছেন, বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ নিয়ে জেনেছি আমাদের পুলিশ সুপার একজন পরিচ্ছন্ন মানুষ। তাই আমরাও তাকে পেয়ে খুশি যে আমাদের নারায়ণগঞ্জ তার হাত ধরে অনেকটা বদলে যাবে।
বিকেএমইএ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা বসে। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার নিজেই।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কিছু সাধারণ সমস্যা রয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাওয়ার সমস্যা আমাদের রয়েছে। ব্যবসায়ীরা মামলা করতে চায় কিন্তু করেনা তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে। তাই পুলিশ সুপারের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের নিজস্ব পদ্ধতিতে যদি বের করতে পারেন যে কারা এই সমস্যা করে। তাদের ধরে যদি আইনের আওতায় আনতে পারেন তাহলে এই দেশটাকে চালানোর জন্য ব্যবসায়ীদের এগিয়ে যাওয়া সহজ হয়।
চেম্বারের সভাপতি দিপু ভূঁইয়া সমাজে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, সমাজে কিছু দুষ্টু ধরনের লোক আছেন। তাদেরকে শাস্তির আওতায় আনলেই এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আর এর মাধ্যমে এই দেশকে একটি সোনার দেশে রূপান্তর করতে পারবো।
তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, গত বছরের ৫ আগস্টের আগে জেলার যে সকল অস্ত্র লুটসহ প্রদর্শিত অবৈধ অস্ত্র ছিলো তা এখনও সেভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করি আপনার মাধ্যমে সেসব অস্ত্র উদ্ধার হবে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।