বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৩, ৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের তামাকপট্টি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপু (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) কুমুদিনী এলাকার রণদা প্রসাদ বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন শহীদ বাপ্পি সরণির পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে স্থানীয়রা রাস্তার পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকা অবস্থায় অপুর নিথর দেহ দেখতে পান। পরে তারা বিষয়টি সদর মডেল থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত অপু তামাকপট্টি এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। তিনি প্রতিদিনের মতো ভোরে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানান স্থানীয়রা। কিছুক্ষণ পরই রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী হতবাক হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম কেউ অসুস্থ হয়ে পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখি তার শরীর তারে জড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপু বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত চলছে। বৈদ্যুতিক তারের অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।