মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৫, ৬ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসের ধাক্কায় এজজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাসটি ভাংচুর করেন এবং সড়কে অগ্নিসংযোগ করেন।

নিহতের নাম মোজাম্মেল হক (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চাষাঢ়াগামী একটি অটোরিকশা জেলা পরিষদ কার্যালয়ের কাছাকাছি আসলে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মৌমিতা বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশার ভেতরে থাকা দুইজন যাত্রী বাহিরে পরে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে।

এসময় বাসটি ধাক্কা দেওয়ার সাথে সাথে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের বাসটির চালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় একজনকে নিহত, দুইজন আহত ও গণপিটুনিতে আহত আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন খানপুর হাসপাতালের জরুরি বিভাগের আরএমও ডাক্তার শাহাদাত হোসেন। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন একটি মৌমিতা বাস একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে প্রায় ভেঙ্গে ফেলেছে। পুলিশ স্থানীয়দের থেকে জানতে পারে দুইজনকে গুরুতর আহত  অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসময় গণধোলাইয়ের শিকার বাসের চালক ও হেলপারকে তারা হাসপাতালে পাঠানো হয়।