মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গ্রাম পুলিশদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৩, ৬ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে গ্রাম পুলিশদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

বিশেষ সভা

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় গ্রাম পুলিশদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় আড়াইহাজার থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯৬ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। সভার সভাপতিত্ব করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম।

সভায় আড়াইহাজার থানা এলাকায় চুরি, দস্যুতা, ছিনতাই, বিশেষ করে ডাকাতির মতো ঘটনাগুলো প্রতিরোধে গ্রাম পুলিশদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি তারেক আল মেহেদী তার বক্তব্যে বলেন, গ্রাম পুলিশ গ্রামের মানুষের হাঁড়ির খবর জানেন। কে ভালো, কে মন্দ, কে মাদক ব্যবসায়ী, কে মাদকসেবী, কারা ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এসব তথ্য গ্রাম পুলিশের কাছেই থাকে। তাই এসব খারাপ মানুষদের আইনের আওতায় আনতে পুলিশকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। অপরাধী যতই খারাপ হোক না কেন, তাকে ‘মব ভায়োলেন্স’ এর মাধ্যমে শাস্তি না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।

সভায় গ্রাম পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

এ সময় আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুদ্দিনসহ থানার সকল বিট অফিসার উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গ্রাম পুলিশদের আরও কার্যকর ভূমিকা রাখার জন্য নিয়মিত এ ধরনের সভা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে।