
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি দেখা গেছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫১ জন।
সোমবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মুশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, অক্টোবর মাসের প্রথম ছয় দিনে নারায়ণগঞ্জে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১ জন। চলতি বছর এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন।