বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৬, ৭ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বসতঘর থেকে মানসুরা (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৭ অক্টোবর) খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা চকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানসুরা আড়াইহাজারের খাগকান্দা চকের বাড়ি এলাকার নবী হোসেনের স্ত্রী ও মৃত ইসলাম মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে মানসুরা বেগমের বিয়ে হয় একই এলাকার মৃত মোঃ ইসলামের ছেলে নবী হোসেনের (৪০) সঙ্গে। তাদের সংসারে হাফসা (১৪) নামে এক কন্যা সন্তান রয়েছে। স্বামী নবী হোসেন বর্তমানে মালয়েশিয়া প্রবাসী। মানসুরা বেগম তার মেয়ে ও শাশুড়ি রোকেয়া বেগমের (৬০) সঙ্গে একই বাড়িতে পৃথক কক্ষে বসবাস করতেন।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন মানসুরা। পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে ফজরের নামাজের সময় শাশুড়ি রোকেয়া বেগম ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে দেখেন, মানসুরা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন।

এসময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পরে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল (সদর) হাসপাতালে প্রেরণ করা হয়।

মানসুরার ভাই আলী হোসেন জানান, আমাদের ধারণা পারিবারিক কলহের জের ধরে আমার বোন আত্মহত্যা করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি অপমৃত্যু (ইউডি) হিসেবে নথিভুক্ত করেছে এবং তদন্ত চলছে।