
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তিন গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এদিন তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গতকাল দেওভোগ এলাকার মর্গ্যান স্কুলের উল্টো পাশে রিদম কমিউটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি বন্দর থানার আইয়ুব আলীর ছেলে জাকির হোসেন (৫০)।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়।