বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় অর্ধগলিত লাশ উদ্ধার, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৬, ৭ অক্টোবর ২০২৫

ফতুল্লায় অর্ধগলিত লাশ উদ্ধার, আটক ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে মো. নয়ন নামের এক ব্যাক্তির অর্ধগলিত দুই পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকার মো. সালামের ছেলে এবং আয়েশা বেগমের সন্তান।

এঘটনায় আটককৃতরা হলেন- নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা(২০), সানজিদা (১৮) ও পরকিয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫)

জানা যায়, দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফতুল্লার শিয়ারচর এলাকার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের পাশে মাওয়া মার্কেটের পেছনের ঝোপ থেকে একটি ড্রামের ভেতর থেকে নয়নের দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যার পর পাশের একটি স্কুলের পাশ থেকে কাটা পা দুইটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত নয়নের দুইজন স্ত্রী রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফতুল্লা থানা সূত্রে জানা যায়, নয়নকে হত্যা করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা লাশটি ড্রামের মধ্যে ভরে উত্তর শিয়াচরের ঝোপে ফেলে রাখে। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, এটি একটি পরিকল্পিত হত্যা। নিহত নয়নের পারিবারিক বিরোধ, বিশেষ করে তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী জানান, ফতুল্লায় নয়ন হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী সাবিনা সহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।