
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের জিমখানায় ছুরিকাঘাতে শাহাদাত নামের এক যুবক নিহতের ঘটনায় অন্যতম আসামি সাঈমকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি সাঈম (২৪), নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকার মামুনের ছেলে।
এর আগে গত ১৪ মল রাতে শহরের জিমখানা পার্কের গেইটে পূর্ব শত্রুতার জেরে মোঃ শাহাদাৎ নামে এক যুবক নিজের সহযোগীদের ছুরিকাঘাতে হত্যা হয়। নিহত শাহাদাৎ শহরের নতুন জিমখানা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
এঘটনায় পরবর্তীতে নিহত শাহাদাৎ এর বোন কুলছুম বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।