বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাবুলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশক নিধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৫৫, ৭ অক্টোবর ২০২৫

বাবুলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশক নিধন 

লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে লিফলেট বিতরণ কর্মসূচী শুরু হয়। 
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক জহির আহমেদ সোহেলের নেতৃত্বে নগরীতে লিফলেট বিতরণ করা হয়। 
এসময় তিনি জানান, একটি রাষ্ট্রে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। দল যদি আমার ভাইকে মনোনীত করে এবং জনগণ যদি আমাদের পাশে থাকে তাহলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
এসময় আমলাপাড়া, কালীরবাজার, চারারগোপ, ফ্রেন্ডসমার্কেট, গলাচিপার মোড় হয়ে চাষাড়া ঘুরে পূণরায় মিশনপাড়া মোড়ে এসে লিফলেট বিতরণ সমাপ্তি করা হয়৷ 
এছাড়াও বিকেলে ডেঙ্গু প্রতিরোধে মিশনপাড়া থেকে শুরু করে বরফকল, নবীগঞ্জ ঘাট, নবীগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ঔষধ ছিটানো হয়।