মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মহানগর বিএনপির শোক স্বাক্ষর ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪১, ৩০ ডিসেম্বর ২০২৫

মহানগর বিএনপির শোক স্বাক্ষর ও দোয়া অনুষ্ঠিত

দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে কোরআন খতম ও শোক বইতে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় শোক বইতে স্বাক্ষরের আয়োজন করা হয়। 

কুরআন খতম শেষে বাদ আসর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা হয়।

পরে বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক বইতে স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, এড. আনোয়ার হোসেন প্রধান, জামায়াত নেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।