ফাইল ছবি
বন্দরে বীরমুক্তিযোদ্ধা তাজুল মাষ্টার (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় তিনি অবিবাহিত ছিলেন। মরহুমের নামাজের জানাযা বাদ মাগরিব বন্দরের ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। জানাযায় স্থানীয় প্রশাসনসহ বীরমুক্তিযোদ্ধা, মরহুমের আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা অংশ গ্রহন করেন।

