ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনলর প্রতিনিধিদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি) সোনারগাঁয়ের মোগড়াপাড়া ও খাসনগর এলাকায় পৃথক অভিযানে এই জরিমানা করা হয়।
এসময় শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রতিনিধিকে তিন হাজার ও গিয়াসউদ্দিনের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানান, আচরণবিধি লঙ্ঘন করায় দুইজন প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

