
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানার মাদক মামলায় ইকবাল (৩৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আমিনুল হক এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা এলাকার করিম মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।